মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বন্দরের আরও এক ড্রামে কোকেন!

পুনঃপরীক্ষা চায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর

চট্টগ্রাম বন্দরে সানফ্লাওয়ার তেলের আড়ালে কোকেন আমদানির ঘটনায় ওই চালানের আরও একটি ড্রামে কোকেনের অস্তিত্ব রয়েছে বলে ধারণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের। শতভাগ নিশ্চিত হতে ৫৯ নম্বর ড্রামটির তরল পুনঃপরীক্ষার প্রয়োজন বলে মত দিয়েছে সংস্থাটি। নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নমুনা পরীক্ষার রাসায়নিক ফলেও ৯৬ নম্বর ড্রামে কোকেনের অস্তিত্ব আছে বলে মত দেয়। পর্যবেক্ষণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- ৫৯ নম্বর ড্রামেও কোকেনের অস্তিত্ব আছে বলে সন্দেহ করা হচ্ছে। তাই  এই ড্রামের তরলও পুনঃপরীক্ষা প্রয়োজন রয়েছে। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যে পর্যবেক্ষণ রিপোর্ট দিয়েছে, এতে ৫৯ নম্বর ড্রামে কোকেন আছে বলে সংস্থাটি সন্দেহ করছে।  এখন ড্রামটির পুনঃপরীক্ষা হবে কিনা আদালত এবং উচ্চপর্যায়ের সিদ্ধান্তের প্রয়োজন আছে। উল্লেখ্য, গত ৮ জুলাই আদালতের নির্দেশে মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম বন্দরে কোকেন আমদানি সন্দেহে আটক কনটেইনারের ১০৭টি সানফ্লাওয়ার তেলের ড্রাম থেকে নমুনা সংগ্রহ করেন। প্রতিটিতে তিন কৌটা করে মোট ৩২১ কৌটা নমুনা সংগ্রহ করার পর আদালতের নির্দেশে সেগুলোর রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয় ঢাকায় আর্মড ফোর্সেস ফুড অ্যান্ড ল্যাবরেটরিজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং সিআইডিতে। ২০ জুলাই সিআইডির রাসায়নিক পরীক্ষার ফল পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ।  সিআইডির পরীক্ষায়ও ৯৬ নম্বর ড্রামের তেলে কোকেনের উপস্থিতির প্রমাণ মিলেছে।

সর্বশেষ খবর