মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

রাজধানীতে মাদ্রাসাছাত্রের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীতে মাদ্রাসাছাত্রের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীর চর বেড়িবাঁধ এলাকায় আল আমিন মৃধা (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবার বলছে, সে বাবার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই মাদ্রাসাছাত্রের বাবার নাম লিটন মৃধা। পেশায় রিকশাচালক। মা মাহফুজা বেগম আবুধাবী প্রবাসী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আল আমিন মৃধার মায়ের পাঠানো একটি উপহারের প্যাকেট সোমবার তাদের বাড়িতে এসে পৌঁছায়। এ সময় আল আমিন মাদ্রাসায় ছিল। সে তিন মাস আগে কামরাঙ্গীর চর এলাকায় হাফিজিয়া হুজুর মাদ্রাসায় ভর্তি হয়।

মায়ের পাঠানো উপহারের প্যাকেট আল আমিন বাড়িতে আসার আগেই তার বাবা খুলে ফেলেন। এতে সে বাবার উপর অভিমান করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাত ১১টার দিকে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

আল আমিনের দাদা হানিফ মৃধা জানান, আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারি পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/২৮ জুলাই ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর