বুধবার, ২৯ জুলাই, ২০১৫ ০০:০০ টা
সাকা চৌধুরীর চূড়ান্ত রায় আজ

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিল মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে আজ বুধবার। এজন্য দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রবেশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বুধবার সকাল ৮টা ১০ মিনিটে তিনি সুপ্রিম কোর্টে প্রবেশ করেন।

সাকা চৌধুরীর রায় ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় ১ নম্বরে রয়েছে মামলাটি।

প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। আপিল বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এরআগে, চলতি বছরের ৭ জুলাই যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মধ্য দিয়ে আপিল শুনানি শেষে ২৯ জুলাই রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির সাবেক সংসদ সদস্য সাকা চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই বছরের ২৯ অক্টোবর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন তিনি।

বিডি-প্রতিদিন/২৯ জুলাই, ২০১৫/মাহবুব
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর