বুধবার, ২৯ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বিএনপি যুদ্ধাপরাধীদের আশ্রয়স্থল

বিএনপি যুদ্ধাপরাধীদের আশ্রয়স্থল

বিএনপি যে যুদ্ধাপরাধী, রাজাকার ও দুর্বৃত্তদের আশ্রয়স্থল তা আবারও প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

আজ বুধবার বিকাল চারটার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দলের পক্ষ থেকে সাকা চৌধুরীর রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নানক বলেন, বিএনপিতে চিহ্নিত যুদ্ধাপরাধীদের আশ্রয় শুরু হয়েছে জিয়াউর রহমানের শাসনামল থেকে। এই দলে সাকা চৌধুরীর মতো অপকর্মকারীরা তখনই আশ্রয় নেয়।

আপিলেও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল থাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়। নানক বলেন, এটা ঐতিহাসিক রায়। এই রায়ে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমরা এই রায়ে খুশি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।

বিডি-প্রতিদিন/ ২৯ জুলাই ১৫/ সালাহ উদ্দীন  
 
 
 
 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর