বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

তেজগাঁওয়ে কান কেটে-শ্বাসরোধে কলেজছাত্রকে হত্যা

তেজগাঁওয়ে কান কেটে-শ্বাসরোধে কলেজছাত্রকে হত্যা

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার একটি মেসবাসা থেকে কামরান (১৮) নামে এক কলেজছাত্রের কানকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ। মাইনুল নামে আরেক কলেজছাত্র এই হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত কামরান কুমিল্লা জেলার হোমনা উপজেলার মঙ্গলকান্দি গ্রামের আবদুল বারেকের ছেলে। তিনি কুমিল্লা বোর্ডের অধীনে স্থানীয় একটি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

কামারান তেজগাঁওয়ের ওই মেসবাসায় কুমিল্লার আরও দুই কলেজছাত্রের সঙ্গে থেকে বিশ্ববিদ্যালয় ভর্তির কোচিং করছিলেন। দু’জনের মধ্যে একজনের নাম মাইনুল। তবে আরেকজনের নাম জানা যায়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহজারুল ইসলাম জানান, ওই বাড়ির পাশের তিনতলার ভাড়াটিয়ারা টিনের ছাদে একটি মানুষের কাটা কান দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কান উদ্ধার করে। পরে খোঁজ নিতে ওই বাসায় যায়। বাইরে থেকে দরজা বন্ধ দেখে ভেঙে ভেতরে কামরানের লাশ পায় পুলিশ। একই ঘরে মইনুলকেও পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় আনা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মইনুল হত্যার কথা স্বীকার করেছে বলেও জানান মাহজারুল ইসলাম।

বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৫/মাহবুব
 

সর্বশেষ খবর