শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বাঁধ শেষ না করেই পালালেন ঠিকাদার

প্রকল্প ভেস্তে যাওয়ার আশঙ্কা

রাজশাহীর বাগমারায় কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নির্মাণকাজ শেষ না করেই আংশিক বিল তুলে নিয়েছেন ঠিকাদার। প্রায় ৯৩ লাখ টাকার এই প্রকল্প থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান শাহজালাল এন্টারপ্রাইজ তুলে নিয়েছে ৩৪ লাখ টাকা। ফলে বন্যা থেকে উপজেলার কাচারিকোয়ালীপাড়া ইউনিয়নকে রক্ষার জন্য সরকারের নেওয়া এই প্রকল্প ভেস্তে যেতে বসেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নাটোর জোনের নির্বাহী প্রকৌশলী বাবুল আকতার জানান, যেটুকু কাজ হয়েছে নিয়ম মেনে সেটুকুর বিল ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। নতুন করে আবার কাজটি শুরু করতে হবে। তবে এতে সরকারের ব্যয় বাড়বে না বলে দাবি তার।

বাগমারা উপজেলার কালিকাপুর, পীরগঞ্জ ও মানসিংহপুর গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর প্রবল বর্ষণ ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফকিন্নী নদীর পূর্ব পাশে পীরগঞ্জ থেকে মানসিংহপুর পর্যন্ত চার কিলোমিটারজুড়ে ভাঙন শুরু হয়। ভাঙন থেকে ওই এলাকাকে রক্ষার জন্য এক হাজার ৩০ মিটার বাঁধ নির্মাণে গত অর্থবছরে ৯৩ লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ করে সরকার। দরপত্র আহ্বানের পর কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান শাহজালাল এন্টারপ্রাইজ। গত ১৩ মে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। তবে বাঁধটির নির্মাণকাজ শেষ না করেই চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। স্থানীয় কাচারিকোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার জানান, শুরু থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিম্নমানের কাজ করছিল। এখন কাজ ফেলে চলে যাওয়ায় আসছে বন্যায় হুমকির মুখে পড়েছে ইউনিয়নসহ আশপাশের এলাকা। নির্বাহী প্রকৌশলী বাবুল আকতার জানান, তারা শিগগিরই বাঁধটির নির্মাণকাজ শুরু করবেন। এ জন্য প্রক্রিয়াও শুরু করেছেন।

সর্বশেষ খবর