শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

উদ্বোধনের অপেক্ষায় সিলেটের প্রথম ফুটওভারব্রিজ

ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে নির্মিত

উদ্বোধনের অপেক্ষায় সিলেটের প্রথম ফুটওভারব্রিজ

সিলেট নগরীর ব্যস্ততম এলাকা কোর্ট পয়েন্ট। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে এই পয়েন্টে নির্মিত হয়েছে সিলেটের প্রথম ফুট ওভারব্রিজ। সুরমা নদীর ওপর নির্মিত শতবর্ষী কিনব্রিজের আদলে নির্মিত এ ফুট ওভারব্রিজটি বাড়িয়ে দিয়েছে নগরীর সৌন্দর্য। পথচারীদের রাস্তা পারাপারের সুবিধার পাশাপাশি ওভারব্রিজটির মাধ্যমে সিলেটের ঐতিহ্য ফুটিয়ে তোলারও চেষ্টা করা হয়েছে। প্রায় ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ফুট ওভারব্রিজটি আগস্ট মাসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উদ্বোধন করার কথা রয়েছে।
সিসিক সূত্রে জানা যায়, ২০০৮ সালে আবুল মাল আবদুল মুহিত তার নির্বাচনী ইশতেহারে সিলেটে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওইসময় নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলেও দ্বিতীয়বারের মতো অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে তিনি ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। গত ২১ মে তিনি কোর্ট পয়েন্টে ওভারব্রিজটির নির্মাণ কাজের উদ্বোধন করেন। ফুট ওভারব্রিজটিতে সিলেটের সুরমা নদীর ওপর লোহার তৈরি ঐতিহাসিক কিনব্রিজের আদল ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কিনব্রিজের মতো ওভারব্রিজটি নির্মিত হচ্ছে লোহার প্লেট ও রেলিং দিয়ে। যে কেউ ওভারব্রিজের দিকে তাকালেই চোখে ভেসে ওঠবে কিনব্রিজের চিত্র। রাতের বেলায়ও যাতে পথচারীরা ওভারব্রিজটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন সেজন্য আধুনিক আলোকসজ্জারও ব্যবস্থা রাখা হচ্ছে। ওভারব্রিজটিতে মোট ৬টি সিঁড়ি রয়েছে।

সর্বশেষ খবর