শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫ ০০:০০ টা
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার মৃত্যু

অভিযোগের তীর তিন আওয়ামী লীগ নেতার দিকেই

অভিযোগের তীর তিন আওয়ামী লীগ নেতার দিকেই

চট্টগ্রামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় যুবলীগসহ তিন নেতার দিকে অভিযোগের তীর ছুড়েছেন নিহত হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ রহিমের পরিবার। অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনও করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। অভিযুক্ত তিন নেতার মধ্যে আছেন, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. সেলিম উদ্দিন এবং নাঙ্গলমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হক। তবে অভিযুক্ত নেতারা দাবি করছেন, রহিম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম উত্তর জেলার এক নেতার ইন্ধনে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগকে বিভক্ত করার জন্যই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে বলেও দাবি অভিযুক্তদের। নিহত রহিমের ভাই অ্যাড. মো. তসলিম উদ্দিন বলেন, আমার ভাইয়ের মুত্যুর জন্যে কেন্দ্রীয় যুবলীগ নেতাসহ তিনজন আওয়ামী লীগ, যুবলীগ নেতা দায়ী। তিনি বলেন, গত ৩ জুলাই রমজানের সময় ইফতার পার্টি শেষে নগরীর বাসায় সিএনজি অটোরিকশাযোগে ফেরার পথে সরকারহাট বাজারে একই দলের আওয়ামী লীগ ও যুবলীগ নেতা সেলিম-নোমান ও এনামের গুণ্ডাবাহিনীরা আমার ভাইয়ের উপর আক্রমণ করে। এ সময় রহিমের পিঠে ও বুকে আঘাত করা হয়। এতে শরীরে আঘাতের কারণে তিনি গুরুতর আহত হন। তবে নিজের দলের লোকজন তার উপর আঘাত করতে পারেন এটা তিনি কখনো ভাবেননি। মনের কষ্ট নিয়েই ১৫ জুলাই তিনি মারা যান।

রাজনৈতিক যড়যন্ত্রের শিকার বলে দাবি করে অভিযুক্ত সেলিম উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে এমএ রহিমের স্বাভাবিক মৃত্যুই হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর