শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

\\\'সরকারি নিয়োগে দুর্নীতি হলে লিখিত অভিযোগ করুন\\\'

\\\'সরকারি নিয়োগে দুর্নীতি হলে লিখিত অভিযোগ করুন\\\'

ফাইল ছবি

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কেউ দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ১৪তম ‘লেটস টক’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে আসা এক অংশগ্রহণকারীর প্রশ্নের জবাবে জয় বলেন,‘সরকারি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ পেলে আপনারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মন্ত্রীর অফিস, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর লিখিত অভিযোগ করবেন। আমরা দেখে প্রয়োজনীয় নেবো।’

প্রধানমন্ত্রীর ছেলে আরও বলেন, শুধু অভিযোগ করলেই হবে না, নাম দিয়ে অভিযোগ করতে হবে। শুধু বললে হবে না, এখানে এটা হচ্ছে। কে দ‍ুর্নীতি করছে তার নাম উল্লেখ করে অভিযোগ করতে হবে। তার বিরুদ্ধে আমরা তদন্ত করবো, তদন্তে প্রমাণ হলে অবশ্যই তার শাস্তি হবে।’

‘আওয়ামী লীগ সরকার দেশকে দুর্নীতিমুক্ত করতে চায়। এটা রাতারাতি হবে না, সময় লাগবে বলেও মন্তব্য করেন জয়।

‘সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোয় দ‍ুর্নীতি কমেছে’ মন্তব্য করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি কমার এটাও একটা কারণ, আমরা সরকারি বেতন চারগুণ বাড়িয়েছি। আগে একজন সরকারি কর্মকর্তার চলতে কষ্ট হতো। কারণ ৩০ বছর তার বেতন খুব একটা বাড়েনি।’

তিনি আরও বলেন, ‘বেতন যেহেতু চারগুণ বেড়েছে, এখন কর্মকর্তারাও ভালো আছেন। তাই আর ঘুষ নেওয়ার প্রয়োজন নেই। ঘুষ ছাড়াই তিনি সৎভাবে পরিবার-পরিজন নিয়ে চলতে পারেন। তাহলে তিনি কেন দ‍ুর্নীতি করবেন প্রশ্ন রাখেন জয়।

বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর