শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
খাদেম খুন

সন্দেহের তীর চোরের দিকে

সন্দেহের তীর চোরের দিকে

রাজধানীর ধানমন্ডি ঈদগাহ মসজিদের ইমামের কক্ষে চুরির সময় বাধা দেওয়ায় খাদেম দুলাল গাজী খুন হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা। বৃহস্পতিবার রাতে চার তলা মসজিদের দোতলায় ইমামের বিশ্রামঘর থেকে খাদেম দুলালের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন মহিউদ্দিন অজ্ঞাতদের আসামি করে ধানমন্ডি থানায় একটি মামলা করেন। গতকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। থানার ওসি নূরে আযম মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মসজিদের ইমামের কক্ষে চোর ঢুকেছিল। চোরদের দেখে ফেলেন খাদেম দুলাল গাজী। তখন তারা তাকে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। ইমামের কক্ষে চোর ঢোকার কারণ হিসেবে তিনি বলেন, প্রতি জুমায় ৭০-৮০ হাজার টাকা করে অনুদান উঠত। সে টাকা অনেক সময় ইমামের কাছেই থাকত। ধারণা করা হচ্ছে, ওই অনুদানের টাকা চুরি করতে তারা ঢুকেছিল। তবে হত্যাকাণ্ডের ঘটনায় অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানান, মসজিদের ইমাম হাফেজ মনোয়ার হোসেনের বিশ্রামকক্ষের আলমারি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। সেখানে কাগজপত্র ছাড়া আর কিছু ছিল না। পাশের ড্রয়ার থেকে ২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট খোয়া গেছে। হত্যাকাণ্ডের ব্যাপারে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পরিচালনা কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

সর্বশেষ খবর