শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
বাজার দর

সরবরাহ সংকটের অজুহাতে সবজি-মাছের দাম চড়া

সরবরাহ সংকটের অজুহাতে সবজি-মাছের দাম চড়া

নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারে বেগুন, লাউ, ঢেঁড়স, কাঁকরোলসহ বেশির ভাগ সবজির দাম বেড়েছে। দাম বাড়ার কারণ হিসেবে বর্ষায় সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। সরবরাহ সংকটের অজুহাতে দাম বেড়েছে ইলিশসহ বেশির ভাগ মাছেরও। তবে স্থিতিশীল রয়েছে মাংসের বাজার।

গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, বিভিন্ন ধরনের সবজিতে সাজানো কাঁচাবাজার। তবে বেশির ভাগ সবজিরই দাম বেশি। গত সপ্তাহে প্রতিকেজি বেগুন ৪০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহের বিক্রি হচ্ছে ৬০ টাকায়। কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকায়। দাম বেড়েছে লাউ, চাল কুমড়া, কাকরোলের। তবে স্থির রয়েছে কাঁচামরিচ, করলা, টমেটোর আর কমেছে পটলসহ কয়েকটি সবজির দাম। দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বৃষ্টিকে দায়ী করলেও বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের।

বিক্রেতারা জানান, টানা বর্ষণের ফলে বাজারে সরবরাহ কম। তাই দাম কিছুটা বেশি। দাম বাড়তি মাছ বাজারেও। রুই, কাতল, কই, চিংড়ি, তেলাপিয়া, বোয়ালসহ বেশির মাছের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। ইলিশের দাম নিয়েও অসন্তোষ রয়েছে ক্রেতাদের। ক্রেতারা জানান, দাম কমাতে বাজার মনিটরিং করা প্রয়োজন। তবে গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে গরু, খাসি ও মুরগির মাংস। বাজারে প্রতিকেজি গরু ৪০০, খাসি ৫৫০ আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

 

সর্বশেষ খবর