শিরোনাম
সোমবার, ৩ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

গাড়ি চলে নৌকার মতো

কোথাও ছোট, কোথাও বড় গর্ত। আবার কোথাও গভীর গর্ত। কোনো স্থানে বড় অংশজুড়ে উঠে গেছে বিটুমিন। অনেক স্থানে পানির স্রোতের সঙ্গে চলে গেছে সড়কের ইট-মাটি। কোথাও খানাখন্দে জমেছে পানি। বিপদসংকুল এসব স্থানে সতর্কতার কোনো নির্দেশনা নেই। অনেকটা ঝুঁকি নিয়ে পানির মধ্যে নৌকার মতো চলাচল করছে যানবাহন। গতকাল দুপুরে গিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের এখন বেহাল দশা দেখা যায়। টানা বর্ষণে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে চট্টগ্রামের 'ভিআইপি' খ্যাত এ সড়কটির। এই সড়ক দিয়েই চলাচল করে দেশি-বিদেশি বিনিয়োগকারী, পর্যটক ও প্রবাসীরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক ঘেঁষেই আছে চট্টগ্রাম বন্দর, কাস্টম হাউস, জেটি, বিমানবন্দর, তেল শোধনাগার, ইপিজেড, বোট ক্লাব, সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা, পতেঙ্গা সমুদ্র সৈকত, ১৫ নম্বর ঘাট, নেভাল একাডেমি, নেভাল হাসপাতাল, পর্যটন স্পট নেভাল এবং প্রজাপতি পার্কের মতো দর্শনীয় বিনোদন কেন্দ্র।

সরেজমিনে আরও দেখা যায়, পতেঙ্গা মডেল থানা, ইপিজেড মোড়, নিমতলা, রুবি সিমেন্ট, সল্টগোলা ক্রসিং, কাঠগড় এলাকাসহ আশপাশের সড়কগুলোতে বড় বড় গর্ত।

সর্বশেষ খবর