সোমবার, ৩ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ভাঙন রোধের দাবিতে পাউবো প্রকৌশলীর কার্যালয়ে তালা

ভাঙন রোধের দাবিতে পাউবো প্রকৌশলীর কার্যালয়ে তালা

রাজশাহীকে পদ্মার ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলীর কার্যালয়ে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাউবো কার্যালয় ঘেরাও করতে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় মিছিল থেকে জনতা গিয়ে পাউবো কার্যালয়ের প্রধান প্রকৌশলীসহ সব বিভাগে তালা ঝুলিয়ে দেয়। আগামী এক মাসের মধ্যে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ না করলে রেল ও সড়কপথ অবরোধের ঘোষণা দেওয়া হয় বিক্ষোভ থেকে।

বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, দেবাশিষ প্রামাণিক দেবু প্রমুখ।

সমাবশে বক্তারা বলেন, রাজশাহী নগরীর জেলা প্রশাসন ও কোর্ট এলাকা সংলগ্ন বুলনপুর, পঞ্চবটি, পবা উপজেলার নবগঙ্গা, হাড়ুপুর, বসরি, সোনাইকান্দি, চারঘাট উপজেলার রাজশাহী ক্যাডেট কলেজ, বাংলাদেশ পুলিশ একাডেমি, টাঙন, ইউসুফপুর এবং গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে।
 

 

বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর