মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

এরশাদ-রওশনের পাল্টাপাল্টি কমিটিতে জাপায় অস্থিরতা

রাজশাহীতে প্রকাশ্যে রূপ নিচ্ছে হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদের দ্বন্দ্ব। আগামী সেপ্টেম্বরের মহাসমাবেশকে ঘিরে এ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। রাজশাহীতে জাতীয় পার্টির (জাপা) এরশাদের কমিটিকে চ্যালেঞ্জ করে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আরেকটি কমিটি দিয়েছেন। মূলত এরশাদের বিরোধিতা করেই রওশন এই কমিটির অনুমোদন দেন। পাল্টাপাল্টি কমিটিতে রাজশাহী জাপায় অস্থিরতা চলছে। জাপার নেতারা জানান, ২০১৪ সালের ২১ জুন জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে হাফিজ উদ্দিন সভাপতি ও শাহাবুদ্দিন বাচ্চুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটির মেয়াদ থাকার পরে শাহাবুদ্দিন বাচ্চুকে বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করেন এরশাদ। ওই কমিটির সভাপতি করা হয় আবুল হোসেনকে। এরশাদের দেওয়া এই কমিটিকে চ্যালেঞ্জ করে পাল্টা কমিটি করেন শাহাবুদ্দিন বাচ্চু। শাহাবুদ্দিন বাচ্চুর গঠিত কমিটির আহ্বানে সেপ্টেম্বরের মহাসমাবেশে যোগ দিতে রাজশাহী আসছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। জেলা জাপার একাংশের সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু জানান, তার গঠিত কমিটি অনুমোদন দিয়েছেন রওশন এরশাদ। তাই তারই ডাকা মহাসমাবেশে যোগ দিচ্ছেন রওশন এরশাদ। আট জেলার তৃণমূল নেতা-কর্মীরা এই সমাবেশে অংশ নেবেন। এ ছাড়া সংগঠনের প্রেসিডিয়ামের সদস্য ও মন্ত্রীরা থাকবেন। এরশাদ ঘোষিত কমিটির সভাপতি আবুল হোসেন জানান, এরশাদের বাইরে কমিটি অনুমোদন দেওয়ার এখতিয়ার কারও নেই। মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে শাহাবুদ্দিন বাচ্চু প্রচারণা চালাচ্ছেন। তবে তাতে রওশন এরশাদের যোগ দেওয়ার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। রওশন এরশাদ আসবেন না বলেই মনে করেন তিনি।

সর্বশেষ খবর