মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

প্রশ্নফাঁসের অর্থ লেনদেনে ৩ বিকাশ এজেন্ট আটক

প্রশ্নফাঁসের অর্থ লেনদেনে ৩ বিকাশ এজেন্ট আটক

এইচএসসির প্রশ্নফাঁসে জড়িতদের অর্থ লেনদেনে সহযোগিতার অভিযোগে ঢাকার ডেমরা এলাকা থেকে কালাম, ফারুক ও হীরা নামের বিকাশের তিন এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবির যুগ্ম-কমিশনার মো. মনিরুল ইসলাম। এর আগে, সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মনিরুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত ১৫ জুলাই ডেমরা থেকেই রায়হান চৌধুরী ওরফে ‘ড্যান ব্রাউন’ নামে এক যুবকসহ ছয় প্রতারককে গ্রেফতার করা হয়। পরে রায়হানকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ তিন বিকাশ এজেন্টকে গ্রেফতার করেছে বলে জানান মনিরুল।

তিনি বলেন, “এরা বৈধ বিকাশ এজেন্ট হলেও অনেক ভুয়া অ্যাকাউন্ট খুলেছিল। প্রশ্নফাঁসে জড়িতরা ওইসব অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ লেনদেন করত। প্রশ্নপত্র ফাঁস করে পাওয়া ২০ থেকে ২৫ লাখ টাকা এসব অ্যাকাউন্টে গেছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।”

রায়হানের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে রবিবার রাতে ডেমরার গোলাম মোস্তফা মডেল কলেজের তিন শিক্ষককেও গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, কলেজের অধ্যক্ষ শামীম সিকদার এই প্রশ্নফাঁস চক্রের হোতা। পরীক্ষার দুই ঘণ্টা আগে তিনি নিজে নির্দেশ দিয়ে শিক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহ করতেন বলে গোয়েন্দারা তথ্য পেয়েছেন। তাবে ধরতে পুলিশের অনুসন্ধান চলছে।

মনিরুল সংবাদ সম্মেলনে বলেন, মোবাইল ব্যাংকিং ব্যবস্থা ‘বিকাশ’ এখন অপরাধীদের অর্থ লেনদেনের ‘অন্যতম মাধ্যম’ হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিকাশসহ মোবাইল ব্যাংকিংয়ে জড়িত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিকবার সভাও করেছে।

বিডি-প্রতিনিধি/০৪ জুলাই, ২০১৫/মাহবুব
 

সর্বশেষ খবর