শিরোনাম
রবিবার, ১৬ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে আগুন

রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওষুধ, যন্ত্রপাতিসহ মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। রবিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মেরাজ আহাম্মেদ জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের দ্বিতীয় তলার একটি মেডিসিন ষ্টোর কক্ষে হঠাৎ আগুন লাগে। এ সময় আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। এক পর্যায়ে আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। ভয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা ছুটাছুটি করতে শুরু করে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই কক্ষে থাকা মেডিসিন, মেডিসিন তৈরির উপকরণ, মেশিনারিজ ও মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের প্রধান এ মান্নান জানান, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশ-পাশের কক্ষে আগুন ছড়িয়ে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা তাৎক্ষনিকভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার লোকমান হোসেন ও ওসি মাহমুদুল ইসলাম।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যা হলেই স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মাদক সেবীদের আনাগোনা বেড়ে যায়। অনেক সময় এসব মাদক সেবীরা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে প্রবেশ করে থাকে। এরাও এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/১৬ আগস্ট, ২০১৫/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর