মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ব্যাটারিচালিত অটো শ্রমিকদের মিছিলে লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের মিছিলে ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাটারিচালিত অটোরিকশার দুই শ্রমিককে আটক করেছে। গতকাল বেলা ১১টায় নগরীর সদর রোডের বিবিরপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি নগরীর বগুড়া রোড থেকে ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে একটি মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণের একপর‌্যায়ে সদর রোডের বিবিরপুকুরপাড় এলাকা অতিক্রমকালে পুলিশ বাধা দেয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের নাম জানাতে পারেননি মিছিলকারীরা। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।  মিছিলকারীরা জানায়, নীতিমালার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতিসহ চার দফা দাবিতে এই মিছিলের আয়োজন করেছিলেন তারা। অপরদিকে কোতোয়ালি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। অবৈধ দাবি নিয়ে তারা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করায় তাদের লাঠিচার্জের মাধ্যমে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর