বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বরিশালে বিএনপির কমিটি বাদ পড়লেন সেই নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে। এতে বাদ পড়েছেন সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। এই নিয়ে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। স্থানীয় নেতা-কর্মীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল পূর্বের কমিটি বিলুপ্ত করে সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্র জানায়, সম্মেলন প্রস্তুতি কমিটিতে আগের কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আবুল হোসেন মিয়া আহ্বায়ক এবং মাস্টার গোলাম হোসেন, আ ফ ম রশিদ দুলাল, গাজী আবু বক্কর সিদ্দিক, বদিউজ্জামান মিন্টু, অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, আবুল কালাম খান, আক্তার হোসেন বাবুল, সৈয়দ আনোয়ার হোসেন সুজন, সিরাজুল ইসলাম খান, রুহুল আমীন ও আকবর মোল্লাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটি অনুমোদন দেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ ও সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এই সম্মেলন প্রস্তুতি     কমিটিকে পরবর্তী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সোবহান পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা। তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি এক দিনের জন্যও অংশগ্রহণ, এমনকি এলাকায়ও আসেননি। খোঁজ নেননি মামলা-হামলায় জর্জরিত নেতা-কর্মীদের। এদিকে একক সিদ্ধান্তে হিজলার হরিনাথপুর ও মেমানিয়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গফফার তালুকদারকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিস দিয়েছে উত্তর জেলা বিএনপি। গতকাল উত্তর জেলা বিএনপির দফতর সম্পাদক নুরুল আলম রাজু স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ খবর