শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সীমান্ত সুরক্ষায় ৬৯৫ কিলোমিটার রাস্তা করা হবে : ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি

সীমান্ত সুরক্ষায় ৬৯৫ কিলোমিটার রাস্তা করা হবে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কক্সবাজার-বান্দরবান-রাঙামাটি-খাগড়াছড়ি সীমান্ত সুরক্ষায় ৬৯৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করবে সরকার। সেনাবাহিনীর তত্ত্বাবধানে সীমান্ত সড়কটির নির্মাণ কাজ শেষ করতে সময় লাগবে অন্তত ১২ বছর। এ সড়ক নির্মিত হলে এখানকার মানুষের জীবনমান অনেক এগিয়ে যাবে। মাথাপিছু আয় বাড়বে।

মন্ত্রী গতকাল সকালে কক্সবাজার মেরিন ড্রাইভের ছোট খালের ওপর নির্মিত দুটি সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি কক্সবাজার-টেকনাফ ৮৪ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক ২০১৭ সালের জুনের মধ্যে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেবেন বলে জানান। মন্ত্রী বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ ও ঘুমধুম তুমব্রু এলাকায় মিয়ানমারের সঙ্গে সড়ক নির্মাণের মাধ্যমে এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত হতে চলেছে বাংলাদেশ।

সর্বশেষ খবর