সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

প্রাথমিকেই ঝরে পড়ে ২১ ভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিকেই ঝরে পড়ে ২১ ভাগ

প্রাথমিক শিক্ষায় শিশু শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও এ শিক্ষা সমাপনীর আগেই ২১ শতাংশ ঝরে পড়ছে। গতকাল রাজধানীর পলাশী মোড়ে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ভবনে ‘সবার জন্য শিক্ষা : জাতীয় পর্যালোচনা বাংলাদেশ ২০১৫’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের তথ্য তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাইজুল কবির। এতে স্বাগত বক্তব্য দেন ইউনেস্কো হেড অব রিপ্রেজেন্টেটিভ বিয়েট্রিস। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেছবাহউল আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও ইউনেস্কো ঢাকা অফিস যৌথভাবে এর আয়োজন করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০১৩ সালে ১৮ লাখ শিশু প্রাক-প্রাথমিক শিক্ষায় ভর্তি হয়েছে যা গত তিন বছরের দ্বিগুণ। প্রাথমিক শিক্ষা অধিদফতর ৮৭ হাজার ১০৯টি স্কুলের মধ্যে ২০১৩ সালে ৬৭ শতাংশ স্কুলে প্রাক-প্রাথমিক শিক্ষা পরিচালনা করেছে। ২০০৫ সাল থেকে ২০১৩ সালে ভর্তির হার ১০ শতাংশ বেড়েছে। প্রাথমিক সমাপনী শেষ করা শিক্ষার্থীদের সংখ্যাও ৫৩ শতাংশ থেকে বেড়ে ৭৯ শতাংশে উত্তীর্ণ হয়েছে। আর ২১ শতাংশ শিক্ষার্থী সমাপনী শেষ করার আগেই ঝরে পড়ছে। এ ছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ উচ্চশিক্ষায়ও শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে নারী শিক্ষকের সংখ্যা ৫৮ শতাংশে উন্নীত হয়েছে। ‘চাইল্ড এডুকেশন অ্যান্ড লিটারেসি সার্ভে’ এর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৩ থেকে ১৪ বছর বয়সী প্রায় ২ লাখ শিশুর মধ্যে ২০১০ সালে ৫৯ শতাংশ প্রতিবন্ধী শিশু জাতীয়ভাবে ভর্তি হয়েছে। শিক্ষার্থীদের পাঠদান ঘণ্টা বৃদ্ধি করতে ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে ১ লাখের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আর ৭৯ শতাংশ স্কুলে নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতি আজ শিক্ষামুখী হয়েছে। ঝরে পড়ার হার কমেছে আর স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। বর্তমানে প্রাথমিকে ছেলেদের চেয়ে এক শতাংশ আর মাধ্যমিকে ছেলেদের চেয়ে ৩ শতাংশ বেশি মেয়ে শিক্ষার্থী পড়াশোনা করছে।

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ শুরু : বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ শুরু করেছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। গতকাল ব্যানবেইস ভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে জানান, আগামী ১০ নভেম্বর পর্যন্ত ৩৭ হাজার ৯৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর