বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

৩০ কার্যদিবসের ‌ আগে মার্জিন ঋণ নয়

নিজস্ব প্রতিবেদক

স্টক এক্সচেঞ্জে নতুন তালিকাভুক্তির পর সিকিউরিটি ক্র‌্যায়ে মার্জিন ঋণ প্র‌্যাদানে ২০০৯ সালের‌্যা ধারাগুলো আবা‌র কার্যকর করেছে নিয়ন্ত্র‌্যাক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। গতকাল কমিশনে ‌ সভাকক্ষে সভায় ধারা কার্যকরের‌্যা সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির‌্যা নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ধারা অনুযায়ী, পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত কোনো সিকিউরিটি ক্র‌্যায়ে তালিকাভুক্তির‌্যা পর ‌ প্র‌্যাথম ৩০ ট্রেডিং দিবস পর্যন্ত মার্জিন ঋণ দেওয়া যাবে না।

সর্বশেষ খবর