বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মুখোমুখি ছাত্রলীগের দুই গ্রুপ শেরেবাংলা মেডিকেলে উত্তেজনা

বন্ধ ঘোষণা, পরে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছাত্রলীগের কমিটি গঠন এবং বাতিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরাজমান উত্তেজনা সংঘর্ষে রূপ নেওয়ার আশঙ্কায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সন্ধ্যা ৬টার মধ্যে (গতকাল) সব ছাত্রাবাস খালি করার নির্দেশ দেওয়ার এক ঘণ্টা পর ওই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গতকাল বিকালে কলেজ একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় কলেজ বন্ধের সিদ্ধান্ত হলেও সন্ধ্যার আগমুহূর্তে সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের নেতাদের সঙ্গে কথা বলে তাদের নিবৃত্ত করার পর সন্ধ্যায় ওই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন শেরেবাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. মাকসুমুল হক। উত্তেজনাকর অবস্থায় উভয় পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি মোকাবিলা করে পুলিশ।

মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আবু সায়েম ও রাজু আহমেদ জানান, ১৮ অক্টোবর মেডিকেল কলেজে ছাত্রলীগের একটি অবৈধ কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক ওই কমিটি বাতিল করেছেন। এ খবরে তারা গতকাল দুপুরে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করলে ইমরান হোসেন ও মোস্তাফিজুর রহমান তুহিনের নেতৃত্বে একদল শিবির কর্মী তাদের ওপর হামলার চেষ্টা চালান। অভিযোগ অস্বীকার করে ১৮ অক্টোবর গঠিত শেরেবাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন বলেন, ক্যাম্পাসের কার্যক্রম গতিশীল করতে ১৮ অক্টোবর মহানগর ছাত্রলীগ মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন।

সর্বশেষ খবর