শিরোনাম
রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্যাংকের অনিয়মে জড়িতদের ডাটাবেজ হচ্ছে : গভর্নর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ব্যাংকিং খাতে অনিয়মে জড়িতদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। ডাটাবেজে ঋণখেলাপিসহ ব্যাংকের কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে। বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়ানোর জন্য এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনিয়মে জড়িতদের ওপর সব সময় নজরদারি রাখা হবে। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আতিউর রহমান বলেন, ‘আর্থিক খাতে সুশাসনে প্রতিষ্ঠায় আমরা কোনো রকমে ছাড় দেব না। ব্যাংকিং খাতে দুর্নীতি, অনিয়ম অল্প সময়ের মধ্য দূর করা কঠিন। কার্পেটের নিচে যে ময়লা জমেছে, সেই ময়লা আমরা এখন বের করার চেষ্টা করছি। আর এটি করছি বলেই পরিবেশ ধূলিময় হচ্ছে।’ তিনি বলেন, ব্যাংকিং খাতে, বিশেষ করে পরিচালনা পর্ষদের সদস্য যারা নিজেদের আইন ও বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুন মানতে চাইছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতে যতগুলো দুর্যোগ এসেছে, প্রতিটি রেগুলারিটি হিসেবে বাংলাদেশ ব্যাংক নিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর