রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

সেন্টমার্টিনে দেড় শতাধিক পর্যটক আটকা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে ১৫০ জন পর্যটক আটকা পড়েছে। এ ছাড়া আজ টেকনাফ থেকে সেন্টমার্টিনে সার্ভিস ট্রলার যেতে না পারায় নিত্য প্রয়োজনীয় খাদ্যের সংকট  দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গতকাল বৈরী আবহাওয়ার কারণে পর্যটকবাহী জাহাজ দ্বীপে  যেতে না পারায় ভ্রমণপিপাসু দেড় শতাধিক পর্ষটক আটকা পড়ে। ফলে পর্যটক ও দ্বীপবাসী দুশ্চিন্তায় পড়েছে। আটকা পড়া পর্যটকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৈরী আবহাওয়া ও লঘুচাপের কারণে শত শত পর্যটক জাহাজ ঘাটে এসে সেন্টমার্টিন দ্বীপে যেতে না পেরে টেকনাফ থেকে ফিরে যায় গন্তব্য স্থানে। অন্যদিকে সেন্টমার্টিনে বর্তমানে আটকে যাওয়া পর্ষটকরাও বাড়িতে ফিরতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন। সেন্টমার্টিনে ঢাকা থেকে বেড়াতে আসা আনিসুর রহমান জানান, অফিসের কাজের ফাঁকে দুই দিনের সফরে সেন্টমাটিন দ্বীপ ভ্রমণে আসেন। কিন্তু নির্দিষ্ট সময়ে টেকনাফে ফিরতে না পেরে অস্বস্তি অনুভব করছেন। কেয়ারী সিন্দাবাদ জাহাজের টেকনাফ ইনচার্জ মো. শাহ আলম জানান, সতর্ক সংকেতের কারণে সেন্টমার্টিনে জাহাজ যেতে পারেনি। আবহাওয়ার ওপর নির্ভর করে আটকা পড়া পর্যটকদের সেন্টমার্টিন থেকে ফেরত আনা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর