রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিআইডিতে পাঠানো হচ্ছে হ্যাকার ফাহাদের ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজ হ্যাকার আবদুল্লাহ আল ফাহাদের জব্দকৃত ল্যাপটপ অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হচ্ছে। ডাটা বিশ্লেষণ ও রিমান্ডে ফাহাদকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করতে এটি সিআইডিতে পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা বলছেন, রিমান্ডে ফাহাদকে দ্বিতীয় দিন জিজ্ঞাসাবাদ করে সাইবার অপরাধের নানা তথ্য পাওয়া গেছে। এখন তার ল্যাপটপটি ডাটা বিশ্লেষণের জন্য এবং প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করতে সিআইডিতে পাঠানো হচ্ছে। দ্বিতীয় দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর কর্মকর্তারা ধারণা করছেন, হ্যাকিংয়ে শুধু ফাহাদ নয়, তার সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, জব্দকৃত ল্যাপটপটি সিআইডিতে পাঠানো হচ্ছে। জিজ্ঞাসাবাদেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে মামলার তদন্তের স্বার্থে সেসব তথ্য প্রকাশ করা যাচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর