সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

হজের অব্যবস্থাপনা অনিয়মে সংসদীয় কমিটির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

হজের অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। হজের ফ্লাইট শিডিউল বিপর্যয়, হাজীদের জন্য সরবরাহকরা নিম্নমানের ট্রলি, পবিত্র শহর মক্কা ও মদীনায় বাড়ি ভাড়া, বিমান ভাড়া, থাকা খাওয়া, স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে  হাজীদের দুর্ভোগ ও নানা অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদীয় কমিটির সদস্যরা। বাড়তি কোটায় সৌদি আরবে অতিরিক্ত ৫ হাজার হাজী প্রেরণ ও অনিয়মের মাধ্যমে ৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব অভিযোগ নিয়ে আলোচনা ও মন্ত্রীর উপস্থিতিতে বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বজলুল হক হারুন।

সর্বশেষ খবর