সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দুবলারচর, কুয়াকাটা ঢালচর ও নিঝুমদ্বীপে আরও ৪ বাতিঘর

নিজস্ব প্রতিবেদক

দুবলারচর, কুয়াকাটা, ঢালচর ও নিঝুমদ্বীপে আরও ৪টি আধুনিক বাতিঘর নির্মাণ করা হবে। একই সঙ্গে আধুনিকায়ন করা হবে কক্সবাজার, কুতুবদিয়া ও সেন্টমার্টিনে বিদ্যমান ৩টি বাতিঘর। এছাড়া  ঢাকায় সমুদ্র পরিবহন অধিদফতরের নিজস্ব ভবনসহ কমান্ড ও কন্ট্রোল সেন্টার হবে। এদিকে চট্টগ্রাম ও খুলনায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) প্রায় ১৪ একর জমিতে নিজস্ব ভবন অথবা প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের জন্য ইতিমধ্যে আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত নৌ-পরিবহন  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটি সূত্র জানায়, বাতিঘর স্থাপনসহ সমুদ্র পরিবহন অধিদফতর আধুনিকায়নের  জন্য জিএমডিএসএস প্রকল্পের আওতায় সরকারের ব্যয় হবে ৩৭১ কোটি টাকা। কমিটি স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করে। পাশাপাশি মাষ্টার ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাস উল্লেখ করার সুপারিশ করে কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম)।

সর্বশেষ খবর