শিরোনাম
বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সেকেন্ড হোমে বিনিয়োগ বাড়ছে, এটা উদ্বেগের

টিআইবির আলোচনা

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, মালয়েশিয়া সেকেন্ড হোম প্রকল্পে বিত্তশালী বাংলাদেশিদের বিনিয়োগ বাড়ছে। এটা উদ্বেগজনক। আর এ বিনিয়োগ করা হচ্ছে মূলত পাচার করা অর্থে। এভাবে দেশে-বিদেশে অর্থ পাচার, দেশের মধ্যে ছোট ও বড় ধরনের দুর্নীতি, অর্থ আÍসাৎ ও জালিয়াতির ঘটনা প্রতিরোধ করতে সরকারের রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই। গতকাল টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।তিনি বলেন, প্রতি বছর দেশ থেকে প্রচুর অর্থ পাচার হচ্ছে। যার ৬০ ভাগই আমদানি-রপ্তানির নামে পণ্যের দাম বেশি বা কম দেখিয়ে পাচার করা হচ্ছে। যেসব দেশে অর্থ পাচার হচ্ছে সেসব দেশের আইনি কাঠামোও দুর্নীতিসহায়ক। আর সরকার আন্তরিক হলে পাচার হওয়া এ অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে উলে­খ করে তিনি বলেন, দেশে সংঘটিত বড় দুর্নীতিগুলোর সঙ্গে উন্নত দেশগুলোর বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে দুর্নীতি শুধু বাংলাদেশ বা উন্নয়নশীল দেশগুলোর সমস্যা নয়; এ সমস্যা উন্নত বিশ্বেরও।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর