শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নড়েচড়ে বসেছে পুলিশ

নিজেদের প্রাণ সরকারি সম্পদ রক্ষায় দিকনির্দেশনা

রাহাত খান, বরিশাল

চেকপোস্টে পুলিশ হত্যার ঘটনায় নড়েচড়ে বসেছে বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশ। জনগণের জালমালের নিরাপত্তাবিধানের দায়িত্বে নিয়োজিত পুলিশ বিভাগের সদস্যরা এখন নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। নিজ জীবনের নিরাপত্তাবিধানের পাশাপাশি সরকারি অস্ত্র, গোলাবারুদ, গাড়িসহ সম্পদ রক্ষায় আরও সতর্কতা অবলম্বন করছে পুলিশ। নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতে শীর্ষ কর্মকর্তারাও অধস্তন কর্মকর্তা ও মাঠ পর‌্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের নানা দিকনির্দেশনা দিচ্ছেন প্রতিনিয়ত। বুধবার সকালে আশুলিয়ায় পুলিশ কনস্টেবল হত্যার পর ওই রাতেই বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাঠ পর‌্যায়ের কর্মকর্তাদের ওয়্যারলেস সেটে এমন নির্দেশনা দিতে শোনা গেছে। ওয়্যারলেস বার্তায় মাঠ পর‌্যায়ে কর্মরতদের নিরাপত্তা নিয়ে শীর্ষ কর্মকর্তাদের উদ্বেগ পরিলক্ষিত হয়েছে। শীর্ষ কর্মকর্তারা ওয়্যারলেসে মাঠ পর‌্যায়ে দায়িত্বরতদের বলেন, খুবই সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অস্ত্র সর্বক্ষণ সঙ্গে রাখতে হবে, দায়িত্ব পালনকালে একা একা ঘোরাফেরা করা যাবে না, দলবদ্ধ হয়ে থাকতে হবে, টর্চলাইট সঙ্গে রাখতে হবে, বুলেটপ্রুফ জ্যাকেট পরিধান করতে হবে, সরকারি সম্পদ, অস্ত্র ও গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইত্যাদি। ঢাকায় পুলিশ খুনের বিষয়টি মোটেই হালকাভাবে না নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর‌্যায়ের পুলিশ সদস্যদের।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর