শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজতে শুরু করেছে বগুড়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

১২ নভেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ওই দিন বিকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। এ ছাড়া বগুড়াকে সিটি করপোরেশনসহ উন্নয়নমূলক কাজের উদ্বোধন ঘোষণা করতে পারেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসনে কর্মব্যস্ততা যেমন বেড়েছে তেমনি দলীয় নেতা-কর্মীদের মধ্যে কর্ম-চাঞ্চল্য শুরু হয়েছে। জেলা শহরের প্রধান প্রধান সড়কগুলো নানা ধরনের ফেস্টুন, ব্যানার, ছবি দিয়ে সাজতে শুরু করেছে। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ নভেম্বর বেলা আড়াইটায় স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন এবং ওই দিন তিনি বগুড়ার বেশকিছু স্থাপনার উদ্বোধন ও ভিত্তিফলক স্থাপন করবেন। বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানিয়ে দলীয় ব্যানার, ফেস্টুন। জেলা আওয়ামী লীগ বর্ধিত সভা করে জনসভার প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। নেতা-কর্মীদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। দায়িত্ব অনুযায়ী দলের নেতারা নিজ নিজ উদ্যোগে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। এদিকে প্রধানমন্ত্রীর কাছে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন, ছয়পুকুরিয়া ভারী শিল্পনগরী ঘোষণা, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, একটি আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ, বগুড়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেললাইন নির্মাণসহ প্রভৃতি দাবি উত্থাপন করা হবে।

সর্বশেষ খবর