সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সোনালী ব্যাংকে নিয়োগ প্রার্থীদের হট্টগোল

নিজস্ব প্রতিবেদক

নিয়োগ না পেয়ে হট্টগোল করেছে সোনালী ব্যাংকের চাকরিপ্রার্থীরা। গতকাল দেড় শতাধিক চাকরি প্রার্থী মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিতরে ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রাখেন। ভবনের ভিতরে অবস্থান নিয়ে তাদের নিয়োগ দেওয়ার দাবি জানায়। পুলিশ এসে তাদের ভবন থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে ব্যবস্থাপনা পরিচালক এসে চাকরি প্রার্থীদের সঙ্গে আজ বৈঠকের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন তারা। এরপরে মৌখিক পরীক্ষায় উত্তীর্নদের নিয়ে  কোটা খালি থাকা সাপেক্ষে নিয়োগ দেওয়ার জন্য প্যানেল তৈরী করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু প্যানেল তৈরীর প্রায় এক বছর হতে চললেও কাউকে নিয়োগ দিচ্ছে না ব্যাংক। নিয়োগ না পেয়ে সারাদেশ থেকে দেড় শতাধিক প্রার্থী সোনালী ব্যাংকে গিয়ে নিয়োগের দাবি জানায়। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তারা সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্তের অফিসের সামনে অবস্থান নেয়। সারাদিন সেখানে তারা মিছিল স্লোগান দেয়। পরে মতিঝিল থানার পুলিশ এসে অবস্থানকারীদের সঙ্গে কথা বলে ভবন থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এসময় দুই পক্ষের মধ্যে ধ্বস্তাধস্তি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে প্রদীপ কুমার দত্ত চাকরি প্রার্থীদের বিষয় নিয়ে কথা বলার আশ্বাস দিলে তারা বের হয়ে যান।

সর্বশেষ খবর