মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেশে ৮০ ভাগ পোশাক কারখানাই ‘নিরাপদ’

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশের পোশাক কারখানাগুলোর শতকরা ৮০ ভাগই কর্মপরিবেশ, অগ্নি-নিরাপত্তা ও ভবনের দিক থেকে ‘নিরাপদ’ বলে এক সরকারি জরিপে বলা হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং বাংলাদেশ সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর- দুবছরব্যাপী এক জরিপ শেষ করার পর কর্মকর্তারা গতকাল এ কথা বলেছেন। খবর বিবিসি বাংলার। সরকার ও আন্তর্জাতিক শ্রম সংস্থার চালানো এ পরিদর্শন গতকালই শেষ হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক সাঈদ আহমেদ বলেন, ত্রিপক্ষীয় নিরীক্ষায় চার ধরনের মানদণ্ড ঠিক করে কারখানাগুলোতে পরিদর্শন চালানো হয়। এতে দেখা গেছে, পরিদর্শন হওয়া কারখানাগুলোর ভবন ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা শতকরা প্রায় ৮০% নিরাপদ। এর বাইরে ‘বিপজ্জনক’ বিবেচিত হওয়া ছয়টি কারখানা বন্ধ করে  দেওয়া হয়েছে বলে তিনি জানান। সাঈদ আহমেদ আরও বলেন, বাকি যে কারখানাগুলোর সমস্যা পাওয়া গেছে  সেগুলোকে আগামী তিন মাসের মধ্যে তাদের মানোন্নয়নের পরিকল্পনা সরকারকে জানাতে হবে। কারখানার মালিকদেরই এটা করতে হবে এবং তারা তা না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কর্মকর্তারা বলছেন, মোট ১ হাজার ৪৭৫টি কারখানায় পরিদর্শন চালানো হয়। তবে এখনো ১২টি কারখানা পরিদর্শন বাকি রয়েছে। সরকার বলছে, বিজিএমইএ এবং বিকেএমইএর তালিকার বাইরে যেসব পোশাক কারখানা আছে- সেগুলোকেও দ্বিতীয় পর্বে পরিদর্শনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর