বুধবার, ১১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ইজ্জতের মূল্য ৬০ হাজার টাকা তাও মাদবরদের পকেটে!

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ইজ্জতের মূল্য ৬০ হাজার টাকা তাও মাদবরদের পকেটে!

পীরগঞ্জ উপজেলায় গ্রাম্য শালিসে এক ধর্ষিতা প্রতিবন্ধী কিশোরীর ইজ্জতের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার টাকা। সোমবার রাতে শালিস বৈঠকে দুই ধর্ষকের এক লাখ টাকা জরিমানা করা হয়। ৬০ হাজার টাকা ধর্ষিতার পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং বাকি ৪০ হাজার টাকা থানা পুলিশ ও শালিসে বিচারক মাদবরদের আপ্যায়নের জন্য নেওয়া হয়। ধর্ষকরা তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ করলেও গতকাল বিকাল পর্যন্ত মাদবররা সে টাকা ধর্ষিতার পরিবারকে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনায় পীরগঞ্জ থানায় দুজনকে আসামি করে মামলাও হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ১৩ বছরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে প্রতিবেশী মৃত হামিদ আলীর স্বামী পরিত্যক্তা মেয়ে শাহাজাদী বেগম কৌশলে তার ঘরে ডেকে নেয়। আগে থেকেই শাহজাদীর ঘরে অবস্থান করছিল একই গ্রামের মৃত মহসীন আলীর ছেলে আবুল বাশার (৩৫) ও তোফায়েল হোসেনের ছেলে আলম মিয়া (৩৪)। মেয়েটিকে ঘরে রেখে কৌশলে বেরিয়ে যায় শাহাজাদী। পরে বাশার ও আলম মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতা বাড়ি ফিরে ইশারা ইঙ্গিতে ধর্ষণের ঘটনা প্রকাশ করলে রাতেই গ্রামবাসী শাহাজাদীকে আটক করে সাবেক ইউপি সদস্য এনছার আলীর জিম্মায় দেয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে ২২ সেপ্টেম্বর পুলিশ ধর্ষিতা ও তার মাকে থানায় নিয়ে মামলা গ্রহণ করে। অজ্ঞাত কারণে আসামিরা গ্রেফতার হয়নি। মামলা তুলে নেওয়ার জন্য ধর্ষিতার পরিবারকে ভয় ভীতি দেখায়।

 

সর্বশেষ খবর