বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মশার কয়েল জ্বালিয়ে স্কুলে পাঠদান

অস্থির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনের বেলা মশার কয়েল জ্বালিয়ে রেখে পাঠদান করতে হয়। নইলে মশার উৎপাতে শিশু শিক্ষার্থীরা অস্থির হয়ে পড়ে। শিক্ষকদের কক্ষেও মশার কয়েল ছাড়া বসার উপায় নেই। একই অবস্থা নগরীর বয়রা পিডব্লিউডি স্কুল, শিশুমেলা, নজরুলনগর, ন্যাশনাল ও শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শিশুমেলা স্কুলের প্রধান শিক্ষিকা রেখা রানী মহান্ত জানান, মশার উৎপাত গত দুই সপ্তাহ মারাত্বক বেড়েছে। স্কুলের পাশে পানি নিষ্কাশনের বড় ড্রেন ময়লা-আবর্জনায় প্রায় বন্ধ হয়ে গেছে। স্কুলের মাঠেও ড্রেনের নোংরা পানি জমে থাকে। ফলে মশার ভোগান্তি এখানে তুলনামূলক বেশি। খোঁজ নিয়ে জানা যায়, শুধু স্কুল বা অফিস-আদালত নয়, পাড়া-মহল্লা, বাসাবাড়িতেও সম্প্রতি মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। দিনের বেলায় মশারি টানিয়ে ছোট ছেলেমেয়েদের তার মধ্যে রাখতে হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, সিটি করপোরেশনের ব্যয় কমাতে ওয়ার্ড পর‌্যায়ে দীর্ঘদিন ফগার মেশিন দিয়ে উড়ন্ত মশা নিধন কার্যক্রম বন্ধ থাকায় বর্তমানে মশার উৎপাত অসহনীয় পর‌্যায়ে পৌঁছেছে।

 

সর্বশেষ খবর