বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পৌরসভা নির্বাচন না করতে অভিনব অনুরোধ ইসিতে

গোলাম রাব্বানী

পৌরসভা নির্বাচন না করতে নির্বাচন কমিশনের কাছে অভিনব কিছু অনুরোধ আসতে শুরু করেছে। জটিলতার জাল বিস্তার করে একটি বিশেষ মহল পৌরসভা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ফন্দি আঁটছে। বিভিন্ন পৌরসভায় আইনের ফাঁকফোকর বের করে তারা আদালতের স্থগিতাদেশ নিয়ে নির্বাচন স্থগিতের চেষ্টা করছে। ইতিমধ্যে এ ধরনের অর্ধডজন পৌরসভায় আইনি জটিলতা দেখিয়ে  প্রধান  নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদকে নির্বাচন না করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন কিছু ব্যক্তি।

জানা গেছে, পৗরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর পদের দায়িত্ব ধরে রাখার জন্য তারা নানাভাবে আইনের ফাঁকফোকর বেড় করার চেষ্টা করছেন। অন্যদিকে আরেকটি মহল নির্বাচনকে বানচাল করতে আদালতের মাধ্যমে স্থগিতাদেশ নিয়ে ইসিকে নির্বাচন না করার অনুরোধ জানাচ্ছেন। এদিকে, এখনো সংসদে আইন পাস না হওয়ায় পৌরসভা নির্বাচনের দিন-তারিখ ঠিক করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিভিন্ন পৌরসভায় নির্বাচন না করার জন্য রিট করে তার কপিসহ সিইসি বরাবর চিঠি পাঠাতে শুরু করেছেন অনেকে। খোঁজ নিয়ে দেখা গেছে, ১০ নভেম্বর সিইসি বরাবর নির্বাচন না করতে চিঠি পাঠিয়েছেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মধ্য সিংগাইর গ্রামের মোহাম্মদ মোস্তাক আহমেদ ভূইয়া। তিনি বলেছেন, সিংগাইর পৌরসভার সীমানা ও ভোটার তালিকায় অসঙ্গতি থাকায় পৌরসভার খসড়া ভোটার তালিকা প্রকাশের বিরুদ্ধে এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ১৬ অনুযায়ী ভোটার তালিকা নতুনভাবে প্রকাশের জন্য জনস্বার্থে পিটিশনার হয়ে নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে প্রতিপক্ষ করে হাইকোর্টে রিট পিটিশন করি। ২৩ জুন হাইকোর্ট এ বিষয়ে রুলও জারি করেছেন। হাইকোর্টে রুলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকা আবশ্যক। সিইসি বরাবর সোমবার এক চিঠিতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গোছামারার (পূর্বপাড়া) রশিদ মিয়া লিখেছেন, ভৈরব উপজেলার শিমুলকান্দি ও শিবপুর ইউনিয়ন ভৈরব পৌরসভার সঙ্গে যুক্ত করার জন্য রিট করলে হাইকোর্ট ৮ নভেম্বর পৌরসভা বর্ধিত করার জন্য দরখাস্তগুলো ৩০ দিনের মধ্যে সমাপ্ত করার জন্য একটি আদেশ প্রদান করেন। এ অবস্থায় এ দুটি ইউনিয়ন ভৈরব পৌরসভায় যুক্ত না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। ঠাকুরগাঁওয়ের রানীশৈংকল, চট্টগ্রামের মিরসরাই ও সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ/ওয়ার্ড বিভক্তিকরণের বিষয়ে রিট পিটিশন এখনো নিষ্পত্তি হয়নি। আইনি জটিলতায় এ ৩টি পৌরসভার নির্বাচন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে এসব পৌরসভার বর্তমান অবস্থা জানাতে জরুরি ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ করেছে ইসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর