সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জিএসপি পুনর্বহালে চাপ দেবে ঢাকা

টিকফার বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত ফোরাম টিকফা’র বৈঠক আজ শুরু হচ্ছে ওয়াশিংটনে। এবারের বৈঠকে জিএসপি সুবিধা পুনর্বহাল ও টিপিপি-তে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে চাপ দেবে ঢাকা। এছাড়া মেধাসত্ত¡, সরকারের ক্রয়নীতি, আমদানি লাইসেন্স, বিনিয়োগ পরিবেশ, নারীর ক্ষমতায়নে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহায়তা নিয়েও আলোচনার কথা রয়েছে। বৈঠকে যোগ দিতে শুক্রবার ঢাকা ছেড়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। এর আগে হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে গত এক দশকে বাংলাদেশের রপ্তানির হার হ্রাস পাওয়ার বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করা হবে। এছাড়া জিএসপি সুবিধা পুনর্বহাল এবং টিপিপি (ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ) চুক্তি বাস্তবায়ন না হলে বাংলাদেশের উপর যে নেতিবাচক প্রভাব পড়বে- সেসব বিষয়গুলো টিকফার বৈঠকে তুলে ধরা হবে। প্রসঙ্গত, গত ১০ নভেম্বর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন বার্নিকাটের সঙ্গে টিকফার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। ওই বৈঠক শেষে তোফায়েল আহমেদ জানিয়েছিলেন, টিকফার বৈঠকে জিএসপি পুনর্বহালের বিষয়টি জোরোলোভাবে উপস্থাপন করা হবে। এছাড়া সম্প্রতি ১১টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র যে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে (টিপিপি) তাতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও উপস্থাপন করা হবে।

সর্বশেষ খবর