সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অভ্যন্তরীণ দুর্বলতায় কয়েক ব্যাংকে অনিয়ম ঘটেছে : আতিউর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, কয়েকটি ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে দুর্বলতার কারণে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে। এ কারণে বাংলাদেশ ব্যাংক তার সুপারভিশন কৌশলে পরিবর্তন এনেছে। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশ ব্যাংক পর্ষদের জবাবদিহিতা ও দায়-দায়িত্ব তত্ত্বাবধানের ওপরও জোর দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কাঠামোও শক্তিশালী করা হয়েছে। গতকাল রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে বার্ষিক ব্যাংকিং সম্মেলনে তিনি এ কথা বলেন। গভর্নর আরও বলেন, স্বাধীনতার পর আমাদের ব্যাংকিং খাতের আকার অনেক বেড়েছে। তেমনি অনিয়মের ঘটনাও ঘটেছে। কয়েকটি ব্যাংকের কারণে এই অনিয়ম।

সর্বশেষ খবর