মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রামে একক প্রার্থী নিয়ে নেতারা হিমশিম

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামে একক প্রার্থী নিয়ে নেতারা হিমশিম

আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়র পদে দলীয় প্রতীকে চট্টগ্রামে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণ নিয়ে হিমশিম খাচ্ছেন দলীয় শীর্ষ নেতারা। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী প্রত্যেকেই কোনো না কোনো নেতার গ্রহণযোগ্য ব্যক্তি। এসব বিবেচনা করে আসলেই মেয়র পদে কারা দলীয় প্রতীক পাচ্ছেন সে বিষয়ে তৃণমূল পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে বলে জানান স্থানীয় নেতারা। একক প্রার্থী হতে অনেকে বিভিন্ন ধরনের লবিং-তদবিরও করছেন শীর্ষ নেতাদের কাছে। এতে প্রতিটি পৌরসভায় দলের একাধিক নেতা প্রার্থী হওয়ায় নেতাদের মধ্যে প্রার্থী নির্ধারণে অভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হতে পারে বলে জানান তারা।

এদিকে, কেন্দ্রীয়ভাবে কোনো ধরনের সিদ্ধান্ত না আসায় এখনো পর্যন্ত চূড়ান্তভাবে দলীয় প্রার্থীর বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। তবে দক্ষিণ জেলার বর্ধিত সভায় দলীয় প্রার্থী যে-ই হোন, তার পক্ষে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। জেলার ১০টি পৌরসভার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দল থেকে এককভাবে সমর্থন পেতে মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় ও তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ, লবিং এবং নেতাদের কাছে নিজেদের যোগ্যতার মাপকাঠির মূল্যায়ন করছেন এবং এ ১০ পৌরসভায় ক্ষমতাসীন দলের মেয়র ও কাউন্সিলর শতাধিক প্রার্থী মাঠে নির্ঘুম প্রচারণা আগে থেকেই শুরু করেছেন। তবে দলীয় প্রার্থী নির্ধারণের বিষয়ে এখনো কেন্দ্রীয় নির্দেশনা আসেনি বলে জানান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম। প্রথমবারের মতো স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত নেওয়ায় প্রত্যেক পৌরসভায় একক প্রার্থী নির্ধারণ করা হবে। তফসিল হলেই প্রার্থী বাছাই কার্যক্রম শুরু করা হবে।

সর্বশেষ খবর