বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চলতি বছরেই ৫০ অত্যাধুনিক পাবলিক টয়লেট : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, চলতি অর্থবছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৫০টি অত্যাধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। এ জন্য নগরবাসীরও সহযোগিতা প্রয়োজন। স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নাগরিকদের প্রত্যেককে এক একজন মেয়রের ভূমিকা পালন করতে হবে। তাহলেই নগরী সুন্দর হয়ে উঠবে। গতকাল রাজধানীর মানিকনগরের মিয়াজান গলিতে পথশিশুদের জন্য করপোরেশনের নিজস্ব জায়গায় নির্মিত পথসেবা কেন্দ্র ও গণশৌচাগার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সাজেদা ফাউন্ডেশন কর্তৃক নির্মিত এ পথসেবা কেন্দ্রের মাধ্যমে বঞ্চিত, অবহেলিত, অসহায় মানুষকে আশ্রয়, নিরাপদ পানীয় জল, পয়ঃনিষ্কাশন, কর্মসংস্থান, শিক্ষা ইত্যাদি সুবিধা দেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের আরও পথসেবা কেন্দ্র নির্মাণের জন্য সিটি করপোরেশন থেকে জায়গা বরাদ্দ দেওয়ারও আশ্বাস দেন মৈয়র।

সর্বশেষ খবর