শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সত্য অন্বেষণে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয় : ড. আরেফিন সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সত্য অন্বেষণে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয় : ড. আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ সত্যের অন্বেষণ করা। সত্য প্রতিষ্ঠা করতে যদি ১০০ বছর পরও কোনো সিদ্ধান্ত নিতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তা গ্রহণ করে। গতকাল খুলনায় বয়রা মহিলা কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবির সঙ্গে সংহতি জানাতে গিয়ে বহিষ্কৃত হন। তৎকালীন একাডেমিক কাউন্সিল বহিষ্কৃতদের জরিমানা ও মুচলেকার মাধ্যমে ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু চতুর্থ শ্রেণির কর্মচারীদের দাবি পূরণ না হওয়ায় বঙ্গবন্ধু জরিমানা ও মুচলেকা দিয়ে ছাত্রত্ব গ্রহণ করেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর