শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

হেলথ প্রোভাইডারদের দুই পক্ষে মারামারি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ হেলথ কেয়ার প্রোভাইডারদের এক গ্রুপের মহাসচিবের ওপর হামলা করেছে অপর গ্রুপের কয়েক কর্মী। গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, সকাল ১০টায় ডিআরইউ-এর গোলটেবিল মিলনায়তনে আলোচনা সভা করছিল হেলথ কেয়ার প্রোভাইডরদের একটি গ্রুপ। এ গ্রুপের মহাসচিব আফাজ উদ্দিন লিটন ও সভাপতি কামাল হোসাইন সরকার। চাকরি জাতীয়করণের দাবিতে যৌথভাবে আয়োজিত এ কর্মসূচিতে তারা আমন্ত্রণ জানান অপর গ্রুপের সভাপতি শহীদুল ইসলামকে। সাড়ে ১০টায় আলোচনায় যোগ দিতে ডিআরইউতে আসেন শহীদুল ইসলামসহ কয়েক হেলথ প্রোভাইডর। এ সময় শহীদুলের এক কর্মী অপর গ্রুপের মহাসচিবকে ডেকে নিয়ে কিল ও ঘুষি মেরে পালিয়ে যান। পরে শহীদুলসহ তার কর্মীরাও ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে সংবাদ সম্মেলন করে হামলার শিকার গ্রুপটি তাদের চাকরি জাতীয়করণের দাবিতে ৮ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর