শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মোহাম্মদ হানিফের নবম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদ হানিফের নবম মৃত্যুবার্ষিকী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ও স্নেহভাজন, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফের নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৮ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মোহাম্মদ হানিফ ছাত্রাবস্থায় ছাত্রলীগের  সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ১৯৬৫ সালে বঙ্গবন্ধুর একান্ত সচিবের দায়িত্ব পান। এ সময় ছয় দফা মুক্তি সনদ প্রণয়ন ও প্রচারে বিশেষ ভূমিকা রাখেন তিনি। ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে তার বলিষ্ঠ ভূমিকা ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর