সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আওয়ামী লীগ-বিএনপিতে বিদ্রোহের আশঙ্কা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

আওয়ামী লীগ-বিএনপিতে বিদ্রোহের আশঙ্কা

সিলেটের তিনটি পৌরসভায় আওয়ামী লীগ-বিএনপির একাধিক মেয়র প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন না পেলে বিগত উপজেলা পরিষদ নির্বাচনের মতো পৌরসভাগুলোতে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী ভোটযুদ্ধে থেকে যাওয়ার শঙ্কা করছেন নেতা-কর্মীরা।

গোলাপগঞ্জ : গোলাপগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র জাকারিয়া আহমদ পাপলু এবারও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। এবার তার সঙ্গে মনোনয়ন লড়াইয়ে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী, পৌর সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাবেল। এর মধ্যে পাপলু দলীয় সমর্থন পেলে বাকি তিনজনের একজন বিদ্রোহী প্রার্থী হওয়ার আশঙ্কা রয়েছে। এ পৌরসভায় বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ও বর্তমান সভাপতি মশিকুর রহমান মহি।

জকিগঞ্জ : ২০১১ সালে নির্বাচনে জকিগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সোনাউল্লাহ। তার মৃত্যুতে মেয়র পদটি শূন্য হলে উপনির্বাচনে বিজয়ী হন পৌর জাতীয় পার্টির সভাপতি আবদুল মালেক ফারুক। বর্তমানে মেয়র পদে প্রার্থী হতে প্রচারণায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এমএজি বাবর, ফারুক আহমদ, নাসিম আহমদ, সাবেক মেয়রের  

ছেলে আবদুল আহাদ। এ ছাড়া প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল ও পৌর আল ইসলাহ বাংলাদেশের সাধারণ সম্পাদক কাজী হিফজুর রহমান।

কানাইঘাট : ২০১১ সালে প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুর রহমান। এ পৌরসভায় আওয়ামী লীগের অন্য প্রার্থীরা হলেন- প্রবীণ আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন আল মিজান, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুক আহমদ। এ ছাড়া সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন- পৌর বিএনপির সভাপতি শরীফুল হক, সিনিয়র সহ-সভাপতি রহিম উদ্দিন ভরসা, সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বুলবুল, পৌর জামায়াতের সহ-সভাপতি কেএইচএম ওলিউল্লাহ ও উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমেদ।

সর্বশেষ খবর