মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রামে ট্রেন ভ্রমণ ২ ঘণ্টায়!

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ঢাকা-চট্টগ্রামে ট্রেন ভ্রমণ ২ ঘণ্টায়!

সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, ঢাকা-চট্টগ্রাম রুটে দ্রুতগতির ট্রেন চালুর পরিকল্পনা চলছে। এর গতি হবে ঘণ্টায় ৩০০ কিলোমিটার। তখন মাত্র দেড়-দুই ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাতায়াত সম্ভব হবে। তিনি বলেন, খুলনায় দেশের সর্বাধুনিক দৃষ্টিনন্দন রেল স্টেশন নির্মিত হচ্ছে। দর্শনা, খুলনা ও মংলা বন্দর এলাকায় রেলওয়ের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন শেষে গতকাল খুলনা সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, ট্রেনের রঙে পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে নতুন যেসব ট্রেন (বগি ও ইঞ্জিন) যুক্ত হবে তার রং হবে লাল ও সবুজ। সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরাসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর