বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
সংসদীয় কমিটির ক্ষোভ

শিক্ষায় টাইমস্কেল ও সনদ জালিয়াতি!

নিজস্ব প্রতিবেদক

শিক্ষকতায় জাল সনদ দিয়ে চাকরি গ্রহণ ও টাইমস্কেল জালিয়াতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। এর বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করেছে। একই সঙ্গে কমিটি অনার্স ও মাস্টার্স পর্যায়ে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্ত করতে অর্থবরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সূত্র জানায়, স্বচ্ছভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার স্বার্থে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন’ পরীক্ষা-নিরীক্ষা করে  আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য গঠিত কমিটিকে আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া দেশের ৬৪টি জেলার ৬৪টি উপজেলার নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে মা সমাবেশের আয়োজনের সুপারিশ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর