বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের অভিযোগে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যবসায়ীকে ২০ হাজার ও চার ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। গতকাল দুপুরে কারওয়ান বাজার, কচুক্ষেত, মোহাম্মদপুর কৃষি বাজার, বাবুবাজার ও নিউমার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, অভিযানে বাবুবাজারে শতভাগ, কৃষি বাজার, কচুক্ষেত ও কারওয়ান বাজারে ৫০ ভাগ পাটের বস্তা ব্যবহার করছেন ব্যবসায়ীরা। গতকাল নিউমার্কেটে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আর এসব অভিযানে আরও চার ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, অন্যান্য মার্কেটের তুলনায় নিউমার্কেটে প্লাস্টিকের বস্তা অধিক পরিমাণে ব্যবহার হচ্ছে। প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে আমরা এখন পর্যন্ত বস্তা পুড়িয়ে ফেলা কিংবা কোনো ব্যবসায়ীকে জেল দিইনি। অনেক ব্যবসায়ী ও মালিক সমিতির নেতারা জানিয়েছেন, তারা মোড়কজাত পণ্য শেষ হয়ে গেলে প্লাস্টিকের বস্তা আর তুলবেন না। তাদের এই প্রতিশ্রুতির কারণে মোড়কজাত পণ্য শেষ হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর