বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নিবন্ধন ছাড়াই মাদক নিরাময় কেন্দ্র

চার প্রতিষ্ঠানে তালা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা চারটি মাদক নিরাময় কেন্দ্র বন্ধ করে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) কর্তৃপক্ষ। এ সময় নিরাময় কেন্দ্র থেকে প্রায় দেড়শ’ রোগীকে উদ্ধার করে তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ডিএনসি’র পরিদর্শক (উত্তরা) একেএম কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে রেইনবো মাদক নিরাময় কেন্দ্র; ৫ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডে নিউ বিজয় মাদক নিরাময় কেন্দ্র; ৭ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডে এএমসি মাদক নিরাময় কেন্দ্র এবং ফায়দাবাদের শান্তির পথে মাদক নিরাময় কেন্দ্রে অভিযান চালানো হয়। তারা যথাযথ কর্তৃপক্ষের নিবন্ধন ছাড়াই অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছিল। চিকিৎসার নামে চলছিল অপচিকিৎসা। সেখানে রোগীদের ভালো করার পরিবর্তে জিম্মি করা হতো। এ ধরনের নিবন্ধন ছাড়া মাদক নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে অভিযান চলবে।

সর্বশেষ খবর