শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বসুন্ধরায় জমকালো ফ্যাশন শো

সাংস্কৃতিক প্রতিবেদক

বিজয় দিবস ও শীত উপলক্ষে ফ্যাশন হাউস ‘দেশী দশ’ আয়োজন করেছে ‘শীত ও বিজয় উত্সব’ শীর্ষক মাসব্যাপী পোশাক প্রদর্শনী। এ প্রদর্শনী একযোগে শুরু হয়েছে রাজধানীর বসুন্ধরা ও গুলশান, চট্টগ্রাম ও সিলেটের দেশী দশ চত্বরে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। ৩০ ডিসেম্বর শেষ হবে প্রদর্শনী।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী ফ্যাশন হাউসগুলো হলো নিপুণ, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি। এ উপলক্ষে গতকাল বিকালে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল-৭-এর দেশী দশ চত্বরে উদ্বোধনী ফ্যাশন শোর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন উপদেষ্টা এবং বসুন্ধরা শপিং মলের ইন-চার্জ টি আই এম লতিফুল হোসেন। সাদাকালোর উদ্যোক্তা আজহারুল হক আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশী দশের ফ্যাশন হাউস নিপুণের উদ্যোক্তা আশরাফুর রহমান ফারুক। উদ্বোধনী আলোচনা শেষে দেশের প্রথিতযশা মডেলদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ও জমকালো ফ্যাশন শো। আয়োজনের পর দেশী দশের প্রতিষ্ঠানগুলোর পোশাক পরে র্যাম্পে হাঁটেন উদীয়মান মডেলরা। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ও শালে বিজয়ের রং ও পতাকার রং লাল-সবুজকে প্রাধান্য দিয়ে পোশাকগুলোতে বিজয়ের প্রতীক ফুটিয়ে তোলে ফ্যাশন হাউসগুলো। শীতকালীন মাফলার, কটি, জ্যাকেট, পঞ্চ, হুডিতেও দেশীয় ঐতিহ্যের প্রাধান্য ছিল। দেশের মানচিত্রখচিত শাড়ি ও পাঞ্জাবিও রাখা হয়েছে বিজয় দিবস ও শীতকালীন পোশাকের সম্ভারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর