শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পরিবেশ পদকজয়ী মনজিল মোরসেদ সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক

বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী, রাজনীতিবিদদের প্রশংসায় সিক্ত হলেন পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাওয়া আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। জাতীয় পরিবেশ পদক ২০১৫ বিজয়ী এ আইনজীবীর জন্য গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তারা অ্যাডভোকেট মনজিল মোরসেদকে অভিনন্দন জানাতে গিয়ে তার কাজের প্রশংসা ও  ভবিষ্যত্ সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, দেশের জনগণ ও পরিবেশ রক্ষায় অবদান রেখে প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পদক নিয়েছেন। এবার দেশ ও জাতির স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক সাফল্য বয়ে আনার প্রত্যাশা করছি। সংবর্ধনার জবাবে মনজিল মোরসেদ বলেন, ক্ষমতাধরদের বিরুদ্ধে জনগণের শেষ আশ্রয়স্থল আদালত। আদালত বার বার জনগণের পক্ষে দাঁড়িয়ে সেই ভরসার জায়গাটা অক্ষুণ্ন রেখেছেন। মনজিল মোরসেদকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, সুপ্রিমকোর্ট বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছেত মজুমদার, সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ।

বিচারপতি আবদুল হক মিয়া, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বিচারপতি আবদুর রব, নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব) আবদুর রশিদ, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দীন খোকন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মমতাজ উদ্দীন ফকির, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক স ম রেজাউল করিমসহ জেলা জজ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও আইনজীবরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর