শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পিয়াজের ঝাঁজ বাড়ছেই

নিজস্ব প্রতিবেদক

পিয়াজের ঝাঁজ বাড়ছেই

হঠাৎ করেই বাড়ছে পিয়াজের দাম। কয়েক দিনের ব্যবধানে সব ধরনের পিয়াজের দাম কেজিতে ১০ থেকে ১২ টাকা বেড়েছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে দেশি এক কেজি পিয়াজ বিক্রি হয়েছে ৭০ টাকায়। পাশাপাশি ভারতীয় পিয়াজ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। বাজার ভরে গেছে শীতের সবজিতে। এখন চলছে শীতকালীন সবজির ভরা মৌসুম। কিন্তু তারপরও ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী কমছে না সবজির দাম। এছাড়া চালের বাজার স্থিতিশীল রয়েছে। মৌসুম হিসেবে সবজির দাম বেশি হলেও খুচরা বিক্রেতারা বলছেন, দাম ঠিক আছে। গতকাল মহানগরীর মোহাম্মদপুর বাজার ঘুরে দেখা গেছে, মাছের দাম স্থিতিশীল রয়েছে। খুচরা বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে ২০ টাকায়। বাঁধাকপি পাইকারিতে ৬ টাকায় বিক্রি হলেও খুচরায় বিক্রি হচ্ছে ২০ টাকায়। শিম পাইকারিতে ১২ থেকে ১৪ টাকা, খুচরায় ৪০ টাকায়, টমেটো পাইকারিতে ২৫-৩০ টাকা খুচরায় ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মুলা বিক্রি হচ্ছে কেজি ২৫ টাকায়, লাউ ৩০ টাকায়, মিষ্টি কুমড়া ২৪, পেঁপে ৩০ টাকা, শসা ২৫, ঝিঙ্গা ৫০, পটোল ৩০, কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি ৫০ টাকায়। ধনেপাতা প্রতি কেজি ৫০ টাকায়। এ বাজারের সবজি বিক্রেতা কুদ্দুস মিয়া বলেন, বাজার এখন শীতের সবজিতে ভরা। তাই দামও কম। পাইকারদের কাছ থেকে কিনে বাজারে আনতে খরচ বেশি পড়ে বলেই পাইকারির তুলনায় খুচরা বাজারে দাম কিছুটা বেশি। অপর সবজি বিক্রেতা আজিম উদ্দিন বলেন, সবজির সরবরাহ বেশি থাকলেও বিক্রি কম। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর সবজি আসছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর